ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে : কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৯ জুলাই ২০১৭ , ০২:২৭ পিএম


loading/img

ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্নার বিষয়ে জবাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

তারা শুধু মায়া কান্না করেন উল্লেখ করে বলেন ‘আমাদের তো হাজার হাজার কর্মীকে হত্যা করে তারা রক্তস্রোত বইয়ে দিয়েছিল। কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে। তারা বসে বসে প্রেস ব্রিফিং করেন আর কান্নাকাটি করেন।’

রোববার খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেয়ার পথে যশোরের রাজার হাটে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, রামপালে এখন বিদ্যুৎকেন্দ্র করা যাবে। এ ব্যাপারে যা সত্য, দিবালোকের মতো পরিষ্কার, সেটাই আমরা বলেছি। মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো বিএনপির পুরনো অভ্যাস। 

তিনি বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র একেবারেই নির্মাণ করা যাবে না বলে ইউনেস্কোর যে নিষেধাজ্ঞা ছিল সেটা আমরা অতিক্রম করেছি। তবে ইউনেস্কোর ছোট ছোট কিছু শর্ত আছে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে এগুলো আমরা সংশোধন করে নেব।

খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দিতে সঙ্গে ছিলেন মন্ত্রীর সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পুলিশ সুপার আনিসুর রহমান।

বিজ্ঞাপন

সি/

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |