ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সৌদি আরবে জনশক্তি রপ্তানি বাড়লেও কমেছে রেমিট্যান্স

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ , ০৯:৪৪ পিএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া কর্মীর সংখ্যা বিগত তিন বছরে চার গুণ বৃদ্ধি পেলেও সরকারি পরিসংখ্যান অনুযায়ী রেমিট্যান্স আয় কমেছে বলে দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক এর তথ্য অনুসারে ২০২১-২০২২ অর্থবছরে সৌদি আরব থেকে ৪.৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স আসলেও ২০২২-২০২৩ এ তা কমে নেমে আসে ৩.৭ মিলিয়ন ডলারে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমটি) তথ্য অনুসারে, বাংলাদেশ থেকে ২০২০ সালে ১ লক্ষ ৬১ হাজার ৭২৬ বাংলাদেশি কাজ পেয়েছিলেন মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। যা ২০২২ সালে বৃদ্ধি পেয়ে ৬ লাখ ১২ হাজার ৪১৮ জন হয়েছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে হুন্ডির ব্যবহার বেড়ে যাওয়াকে রেমিট্যান্স কমার কারণ বলে মনে করছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সিনিয়র রিসার্চ ফেলো অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খান। বাংলাদেশ থেকে যাওয়া কর্মীদের বেশির ভাগই স্বল্প বেতনের চাকরির জন্য বিদেশে যাওয়াকেও রেমিট্যান্স কমার অন্যতম একটি কারণ বলে মনে করছে এই অর্থনীতিবিদ। তবে অর্থনীতি বিশ্লেষকদের মতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও উচ্চ মুদ্রাস্ফীতির কারণে প্রবাসী কর্মীদের রেমিট্যান্স পাঠানোয় প্রভাব পড়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |