কক্সবাজার সমুদ্র সৈকতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিচ থ্রোবল প্রতিযোগিতা। বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশন এ প্রতিযোগিতার আয়োজন করছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামি ১৬ ও ১৭ জুলাই। পুরুষ ও নারী বিভাগে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। ভিন্নধর্মী এ খেলাটিকে ব্যাপকভ জনপ্রিয় করতেই কক্সবাজারের সুবিশাল সমুদ্র সৈকতে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
বিজ্ঞাপন
এসময় বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক কর্মকার্তা ইকবাল বিন আনোয়ার, সাধারণ সম্পাদক শামীম-আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।