ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

দেশের বাজারে জিক্সার ২৫০ সিসির নতুন মোটরসাইকেল, দাম কত

আরটিভি নিউজ

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ০৬:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো সুজুকির জিক্সার ২৫০ সিসির দুটি মোটরসাইকেল।

বিজ্ঞাপন

বুধবার (১১ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ের আলোকিতে বাংলাদেশে এ সিরিজের উদ্বোধন করা হয়।

সুজুকি বাংলাদেশ বলছে, তাদের এ মোটরসাইকেল ‘মটোজিপি অনুপ্রাণিত পারফরম্যান্স এবং অত্যাধুনিক কাটিং-এজ ডিজাইন দিয়ে’ বাংলাদেশের ২৫০ সিসি সেগমেন্টে ‘বিপ্লব’ আনবে।

বিজ্ঞাপন

সুজুকি বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, তাদের জিক্সার ২৫০ সিরিজে রয়েছে সুজুকির নিজস্ব অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) প্রযুক্তিতে চলা একটি উন্নত ২৫০ সিসি ফুয়েল ইনজেকশন (এফআই) ইঞ্জিন, যা অসাধারণ পারফরম্যান্স, নির্ভরযোগ্যতা এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে।

এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে একটি হালকা চেসিস, ৬-স্পিড গিয়ারবক্স, বাড়তি নিরাপত্তার জন্য ডুয়াল-চ্যানেল এবিএস, এবং সুজুকির মোটোজিপি-অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন।

সুজুকি জিক্সার ২৫০-এর দাম ৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা। আর সুজুকি জিক্সার এসএফ ২৫০-এর দাম ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা। এ ছাড়া জিক্সার ২৫০ এসএফ মটোজিপি এডিশন ও নাইট্রো নিয়ন এডিশনের দাম ৪ লাখ ৬৪ হাজার ৯৫০ টাকা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে সুজুকির সব অনুমোদিত ডিলার পয়েন্টে সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

রাইডাররা জিক্সার এসএফ ২৫০ মোটোজিপি এডিশন এবং নাইট্রো নিয়ন এডিশন প্রি-বুক করতে পারবেন।

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |