ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে

আরটিভি নিউজ

রোববার, ০১ জুন ২০২৫ , ০৭:৫৬ পিএম


loading/img
ফাইল ছবি

চলতি বছরের মে মাসে প্রবাসীরা ৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা ধরে যার পরিমাণ ৩৬ হাজার ৫৩১ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। 

বিজ্ঞাপন

রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত বছরের একই মাসে (মে) রেমিট্যান্স এসেছিল ২২৫ কোটি ডলার। অর্থাৎ এক বছরে প্রবৃদ্ধি প্রায় ৩২ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে, দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল গত মার্চে। 

আরও পড়ুন

এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে এসেছে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার এবং এপ্রিলে এসেছিল ২৭৫ কোটি ১৯ লাখ ডলার।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত প্রবাসীরা মোট ২ হাজার ৭৫০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন; যা আগের অর্থবছরের তুলনায় ২৮ দশমিক ৭ শতাংশ বেশি। 

আগের অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ১৩৭ কোটি মার্কিন ডলার।

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |