এই হেমন্তে কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ক্রয়ে ‘গ্র্যান্ড ব্লু ফেস্ট’ ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ। উৎসবমূখর এ ঋতুতে সম্মানিত ক্রেতাদের বাড়তি কিছু প্রদানের লক্ষ্যে স্যামসাং-এর এ আয়োজন। ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা ক্যাশব্যাক এবং ফ্রি গিফটসহ টিভি ও রেফ্রিজারেটর ক্রয়ে এক্সচেঞ্জ অফার উপভোগ করতে পারবেন। এছাড়াও স্যামসাং এসি ক্রয়ে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট।
স্যামসাং টেলিভিশন ও রেফ্রিজারেটর ক্রয়ে ক্রেতারা সর্বোচ্চ ৪৯ হাজার ৯৯০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন। এছাড়া এক্সচেঞ্জ অফারের আওতায় ক্রেতারা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
এদিকে, অত্যাধুনিক কিউএলইডি টিভি ক্রয়ে ক্রেতারা উপহার হিসেবে পাবেন একটি স্যামসাং-এর ৮-পোল ডিজিটাল ইনভার্টার এয়ার কন্ডিশনার বা একটি ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং গ্যালাক্সি নোট নাইন।
উল্লেখ্য, কিছু নির্দিষ্ট মডেলের স্যামসাং টিভি ক্রয়ে আরেকটি স্যামসাং টিভি বিনামূল্যে পাওয়ার সুযোগও রেখেছে প্রতিষ্ঠানটি। এছাড়া, ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা একটি স্যামসাং টিভি ক্রয় করলে পরবর্তীতে ক্যাম্পেইন চলাকালীন স্যামসাং রেফ্রিজারেটর ক্রয়ের সময় নিশ্চিৎ ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এই অফারগুলো ছাড়া একজন ক্রেতা স্যামসাং এসি ক্রয় করে পেতে পারেন ১৫ শতাংশ ডিসকাউন্ট। এই অফারটি স্যামসাং ইনভার্টার এবং নন- ইনভার্টার, উভয় এসির ক্ষেত্রেই প্রযোজ্য।
বিজ্ঞপ্তি