ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

‘রঙ’ এর পোশাকে মুক্তির গান

আরটিভি অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০১৬ , ০৩:০৯ পিএম


loading/img

বছর ঘুরে আবার ডিসেম্বর। বাঙালির অহঙ্কারের মাস। বিজয় গৌরবে মেতে ওঠার উপলক্ষ। বাংলাদেশের অন্যতম ঘরোয়া ফ্যাশন হাউজ রঙ বিজয়ের উদযাপনকে অন্য মাত্রা দিতে করেছে বিশেষ ব্যবস্থা। মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে অন্য অনেক উপাদানের সঙ্গে ছিল গান। মুক্তির গান। এই বিশেষ বিষয়কে এবার ধরা হয়েছে কাপড়ের ক্যানভাসে। নির্দিষ্ট তিনটি রঙ সাদা, লাল ও সবুজে ফুটেছে বিজয়ের নকশা। সবুজ আর লালের নানা শেডও এক্ষেত্রে পরিপূরক হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া ট্রাডিশনাল পোশাকেই সাজানো হয়েছে বিজয় দিবসের সংগ্রহ। বিশেষত স্ক্রিনপ্রিন্ট করা শাড়ি আর পাঞ্জাবী এই কালেকশনের মূল আকর্ষণ। শাড়ি আর পাঞ্জাবীর জমিনে স্ক্রিনপ্রিন্ট করা হয়েছে মুক্তির গান। আর শাড়ির আঁচল সাজানো হয়েছে পতাকার নান্দনি কনকশায়।

বিজ্ঞাপন

 সুতি এই কালেকশনে শাড়ির দাম ১৭০০-২৫০০ টাকা। আর পাঞ্জাবি ৯৫০-১২৫০ টাকা।

একই থিমকে নকশায় রূাপন্তর করে তৈরি করা হয়েছে সিঙ্গল কামিজ।

সবুজের শেডের সঙ্গে জুটি বেঁধেছে লাল।

কাট আর প্যাটার্ন নির্ভর এই কামিজ কালেশনের দাম ১২৫০-২৫০০ টাকা।

এই কালেকশন কেবল বড়দের নয়। আছে ছোটদের জন্যও।

সবুজ, লালও  টিয়ায় দারুণ সব পোশাক করা হয়েছে মেয়েদের জন্য।

ছেলেদের বাচ্চা পাঞ্জাবী করা হয়েছে চমৎকার সব কাটে।

বাচ্চাদের সংগ্রহের দাম-৭০০-১২০০টাকা।


 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

 

 

আরকে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |