ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ব্যারিস্টার সায়েমের ‘ল’ টেম্পল’ উদ্বোধন শুক্রবার

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ১০:৩২ এএম


loading/img
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকারকর্মী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকারকর্মী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েমের আইনি প্রতিষ্ঠান ‘ল’ টেম্পল' এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) দুপুর আড়াইটায় রাজধানীর বিজয়নগরের জেবুন ইনডেক্স ট্রেড সেন্টারের ১১ তলায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চেম্বারটির কার্যক্রম শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. বোরহান উদ্দিন খান।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন, খবরের কাগজ পত্রিকার ডেপুটি এডিটর এনাম আবেদীন এবং দৈনিক যুগান্তরের সাহিত্য সম্পাদক কবি জুননু রাইন।

উদ্বোধনী আয়োজন সম্পর্কে হেড অব চেম্বার্স ব্যারিস্টার আবু সায়েম বলেন, মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে ‘ল’ টেম্পলের যাত্রা শুরু হচ্ছে। দেওয়ানি, ফৌজদারি ও কর্পোরেটসহ আইনের বিভিন্ন শাখায় আমরা সেবা প্রদান করব।

শুধু পরামর্শ নয়— আইন, মানবাধিকার ও নাগরিক অধিকারের প্রশ্নে এই প্ল্যাটফর্ম হবে মানুষের কণ্ঠস্বর। দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ‘ল’ টেম্পল সক্রিয় ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, বর্ণাঢ্য এ আয়োজনে কেক ও ফিতা কাটা, দোয়া মাহফিল, অতিথিদের শুভেচ্ছা বক্তব্য ও মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা থাকবে। আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, লেখকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |