ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

গুচ্ছভুক্ত নোবিপ্রবিতে ২০০ আসন ফাকা, বিজ্ঞপ্তি প্রকাশ

নোবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:৩৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে বিষয় প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। তিন ইউনিটে প্রায় ২০০ টি আসন এখনও খালি আছে। 

বিজ্ঞাপন

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিটে ১৮২টি, ‘বি’ ইউনিটে ৯টি এবং ‘সি’ ইউনিটে ৯টিসহ প্রায় ২০০টি আসন ফাঁকা রয়েছে। ‘এ’ ইউনিটে সর্বশেষ মেধাক্রম ৫৯৯২ শিক্ষা বিভাগ পেয়েছে। ‘বি’ ইউনিটে মেধাক্রম ৫৫৯ বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগ এবং ‘সি’ ইউনিটে মেধাক্রম ৫৩১ শিক্ষা প্রশাসন বিভাগ পেয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয় প্রাপ্তদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টা হতে বিকেল সাড়ে ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে মূল মার্কশিট জমা দিতে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে। 

ভর্তি সহায়ক কমিটির আহ্বায়ক ড. মো. সেলিম হোসেন আরটিভি নিউজকে জানান, সব মিলিয়ে প্রায় ২০০টি আসন খালি আছে। প্রত্যেক দিনই শিক্ষার্থীরা ভর্তি বাতিল করছে, অনেকের মাইগ্রেশন হচ্ছে। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে, মাইগ্রেশনে নোবিপ্রবিতে বিষয় পেয়েছে এবং বিষয় প্রাপ্তদেরকে আগামী ১২ তারিখে মূল মার্কশিট জমা দিতে বলা হয়েছে। 

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ক্লাস শুরু হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |