ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘খোকা থেকে জাতির পিতা’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব এ কে এম আফজালুর রহমান বাবু।
এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার (খুশী)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফজলুল হক।
শনিবার উদ্বোধনের দিনে বিশ্ববিদ্যালয়ের পল্লী কবি জসিম উদ্দিন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রতিটি হল থেকে ০৩ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিটি হলে চ্যাম্পিয়নকে নিয়ে একটি ফাইনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।