ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

প্রস্তুত দীঘি 

বিনোদন ডেস্ক

সোমবার, ১৭ আগস্ট ২০২০ , ১২:২৬ পিএম


loading/img
ছবি সংগৃহীত

দীঘির দর্শকমহলে পরিচিতি একটি বিজ্ঞাপনে শিশুশিল্পী হিসেবে কাজের মধ্যে দিয়ে। এরপর শিশুশিল্পী হিসেবে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পেয়েছেন তুমুল দর্শকপ্রিয়তা। 

বিজ্ঞাপন

মাঝে পড়াশোনার জন্য বিরতি নিয়েছিলেন দীঘি। তবে আবারও অভিনয়ে ফিরছেন এই প্রিয়মুখ।

এরই মধ্যে নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধুর বায়োপিকে কাজের জন্য তাকে মনোনীত করা হয়েছে। দীঘি বলেন, আমাকে যখন অডিশনের জন্য ডেকেছে, তখনই এক্সাইটেড ছিলাম। আমি আসলেই কৃতজ্ঞ যারা আমাকে অডিশন দেয়ার সুযোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাকে একটা বড় চরিত্র দেয়া হয়েছে। আমি জানি না, সেটার ভার নিতে পারবো কিনা। তবে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো চরিত্রটা ভালোভাবে করার। লকডাউনের আগে থেকেই প্রস্তুতি নেয়া শুরু করেছিলাম। বেশকিছু বই পড়ে ইতিহাসটা জানার চেষ্টা করেছি। কিছু ভিডিও চিত্রও দেখেছি। এভাবেই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছি। 

খ্যাতিমান পরিচালক কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিষেক হয় দীঘির। ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা দীঘি তিনবার শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |