ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে জুয়েল আইচ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২০ , ১২:৫৮ পিএম


loading/img
জুয়েল আইচ 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাদুশিল্পী জুয়েল আইচ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হাসপাতালে ভর্তির পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয় বলে জানিয়েছেন তার স্ত্রী বিপাশা আইচ।

তিনি বলেন, সিএমএইচে ভর্তির পর তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে আইসিইউতে নেয়া হয়েছে। তার শারীরিক জটিলতা আছে। সবার কাছে দোয়া চাই।

বিজ্ঞাপন

৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি কোভিড-১৯ পরীক্ষা করান। পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন, তিনি কোভিড-১৯ পজিটিভ। তার ফুসফুসও সংক্রমিত হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সন্তোষজনক সেবা না পাওয়ায় হাসপাতাল বদলাতে বাধ্য হয় তার পরিবার। মঙ্গলবার দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |