বলিউডের চকোলেট বয় বলা হতো তাকে। সুন্দর চেহারায় একটা সময় বহু নারীর হৃদয় জয় করেছিলেন তিনি। অথচ একের পর এক ফ্লপের জেরে সময়ের হাত ধরে হারিয়ে যান ফারদিন খান।
এই অভিনেতা কোকেন কেনার অভিযোগে ধরা পড়েন ২০০২ সালে। যদিও অনেকেই বলেছেন এটা তার বিরুদ্ধে চক্রান্ত। অভিনয় থেকে দূরে সরে যাওয়ার পর ওজন বেড়ে গিয়েছিল অনেকটা।
সম্প্রতি মেদ ঝরিয়ে ফেলেছেন ফারদিন। কাস্টিং ডিরেক্টর ও পরিচালক মুকেশ ছাবরা বলেছেন, আমরা একটি প্রোজেক্ট নিয়ে আলোচনা করছি। তিনি ফিরে এসেছেন। আগের চেয়ে আরও ভালো দেখতে লাগছে তাকে।
নায়কের নতুন লুকে দারুণ খুশি তার ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, ওকে অল্প বয়সের চেয়েও এখন বেশি ভালো লাগছে। আরেক নেটিজেন লিখেছেন উনি ফিরে আসায় খুশি হলাম।
সম্প্রতি এই অভিনেতা বলেছেন, আমাকে অপ্রয়োজনে বাধা দেয়া হয়েছে। আমি মনে করি আমাদের এই জঘন্য জিনিসগুলো কাটিয়ে উঠতে হবে। আমি সত্যিই এসব নিয়ে মাথা ঘামাই না মোটেও। আমি যা আছি, তা নিজেকে আয়নায় দেখতে পাচ্ছি।
এম