ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

আধাঁর কাটুক হাজার আলোয়

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৪ মার্চ ২০১৭ , ১২:১৬ পিএম


loading/img

একাত্তরের ২৫ মার্চ রাতের আঁধারে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল সশস্ত্র পাকিস্থানি হানাদার বাহিনী। 'অপারেশন সার্চলাইট' নামে ঢাকার বুকে চালানো হয় নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ।

বিজ্ঞাপন

বাঙালির জীবনে নেমে আসে কালরাত। রক্তে ভিজে যায় রাজপথ। ঝরে পড়ে অজস্ত্র নিষ্পাপ প্রাণ। হানাদার বাহিনীরই এক সদস্য পরে তার বইয়ে লিখেছেন, ঢাকায় সেই রাতে নরকের দরজা খুলে গিয়েছিল।

এদিনটিকে এবার জাতীয় গণহত্যা দিবস হিসেবে ঘোষনা করা হয়েছে। শনিবার সেই বিভীষিকার রাত। সেই কালরাতের শহীদদের স্মরণে মধুমতি ব্যাংক নিবেদিত আরটিভি আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজন করা হয়েছে 'আধাঁর কাটুক হাজার আলোয়'।

বিজ্ঞাপন

রাত ১২ টায় বিভিন্ন পেশাজীবির মানুষেরা মোমবাতি জ্বালিয়ে এ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করবেন।
 
'আঁধার কাটুক হাজার' আলোয় অনুষ্ঠান শুরু হবে ২৫ মার্চ শনিবার রাত ৭ টা ৪০ মিনিটে।

অনুষ্ঠানে থাকছে দলীয় নৃত্য, আবৃত্তি, দেশাত্ববোধক গান। শিবলী জিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে সরাসরি দেখানো হবে আরটিভিতে।


এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |