ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বারবার প্রেসিডেন্টকে কেনো টেনে আনছেন?

মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭ , ১১:৪৮ এএম


loading/img

এটাতো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট না। সংসদীয় ব্যবস্থায় বারবার কেনো রাষ্ট্রপতিকে টেনে আনছেন? বললেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বিজ্ঞাপন

মঙ্গলবার মাজদার হোসেন মামলার শুনানির সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে তিনি এসব কথা বললেন।

এর আগে গেলো ১৪ মার্চ একই মামলার শুনানিতে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। বলেন, সরকার বিচার বিভাগকে জিম্মি করে রেখেছে। দেশ চলছেনা? দেশ কি আটকে আছে? রাষ্ট্রের কাছে ব্যক্তি কিছু নয়, প্রতিষ্ঠানই বড়।

বিজ্ঞাপন

মঙ্গলবার নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষ আরো ৪ সপ্তাহের সময় আবেদন করেন। এরপর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ ক্ষোভ প্রকাশ করেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশে রাষ্ট্রপতির প্রসঙ্গ আনলে আপিল বিভাগ বলেন, এটা তো প্রেসিডেন্সিয়াল গর্ভনমেন্ট না। সংসদীয় ব্যবস্থায় আপনি বারবার কেন রাষ্ট্রপতিকে টেনে আনছেন? আপনারা বিচার বিভাগ নিয়ে এটা কী করছেন?

এরপর বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ করতে সরকারকে আরো এক সপ্তাহ সময় দেন।

বিজ্ঞাপন

এর আগে গেলো ১৪ মার্চ বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট প্রকাশ করতে ২৮ মার্চ পর্যন্ত সময় দিয়েছিলেন আদালত।

বিজ্ঞাপন

গেলো ২৭ ফেব্রুয়ারি নিন্ম আদালতে বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে সরকারকে ১৪ মার্চ পর্যন্ত সময় দেন আপিল বিভাগ। কিন্তু সরকার গেজেট প্রকাশ না করে আদালতে সময় আবেদন করে। এর আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নেয় সরকার।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে মাজদার হোসেন মামলায় ১৯৯৯ সালের ২ ডিসেম্বর ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন সর্বোচ্চ আদালত। নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের ২ সচিবকে গেলো বছরের ১২ ডিসেম্বর তলব করেন আপিল বিভাগ।

গেলো বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ে নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

 

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |