মহামারি করোনা ভাইরাসের প্রকোপে সারাবিশ্বেই মাস্কের ব্যবহার বেড়েছে। নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরতে হলো স্পাইডার ম্যানকেও। ‘স্পাইডার ম্যান-৩’ সিনেমায় টম হল্যান্ডের প্রথম লুকে এভাবেই দেখা গেছে।
টম তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম একাউন্টে নিজের সেই আউটলুক প্রকাশ করেছেন। ছবিটির ক্যাপশনে হল্যান্ড লিখেছেন, ‘আমি দুটি মাস্ক পরে রয়েছি। আপনিও পরুন।’ সুপারহিরো ভক্তদের মধ্যে সেটি বেশ সাড়া ফেলেছে।
'ফার ফ্রম হোম’র সিক্যুয়েলটি সম্পর্কে নির্দিষ্ট করে কিছু না বলা হলেও ধারণা করা হচ্ছে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পাবে। করোনার কারণে বেশ দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল সিনেমাটির কাজ। এখন সিনেমা মুক্তির বিষয়ে সবকিছু করোনার ওপর নির্ভর করছে।
এনএস