বলিউড অভিনেত্রী হুমা কুরেশি এবার পা রাখলেন হলিউডে। গেলো ১৩ এপ্রিল মুক্তি পেয়েছে জ্যাক স্নাইডার পরিচালিত আর্মি অফ দ্য ডেড সিনেমার ট্রেলার।
এতে কয়েক সেকেন্ডে দেখা মিলেছে তার। এর মধ্যে দিয়েই হলিউডে যাত্রা শুরু করলেনগ্যাংস অব ওয়াসিপুর খ্যাত হুমার।
এটি পরিচালনা করেছেন জ্যাক স্নাইডার। সিনেমাটির ট্রেলার নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন হুমা।
আর ক্যাপশনে লিখেছেন, জ্যাক স্নাইডারের মতো গুণী মানুষের সিনেমার ছোট একটি অংশ হতে পেরে গর্বিত। আমি সব সময়ে তার ভক্ত ও চিরদিনের বন্ধু।’
জানা গেছে, আর্মি অব দ্য ডেড সিনেমাটির গল্প জোম্বিদের নিয়ে। এখানে গীতা নামের একজন জোম্বি সার্ভাইভারের ভূমিকায় দেখা যাবে হুমা কুরেশিকে।
এই সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন হলিউড অভিনেতা ডেভ বাতিস্তা। আরও রয়েছেন এল পার্নেল, ওমারি হার্ডউইক, থিও রোসির মতো অভিনেতা-অভিনেত্রীদের।
সব কিছু ঠিক থাকলে আসছে ২১ মে নেটফিক্সে মুক্তি পাবে এই সিনেমাটি।
এম