রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ের পর বেশ সুখেই দিন কাটাচ্ছিলেন বলিউডের তারকা সংগীতশিল্পী নেহা কাক্কার। হঠাৎ কী এমন ছন্দপতন হলো? কয়েক মাস না পেরুতেই তাদের সংসারে শুরু হয়েছে অশান্তি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই দম্পতির ঝগড়ার ভিডিও।
বিজ্ঞাপন
ইনস্টাগ্রামে শেয়ার করা নেহার সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রোহনপ্রীত নেহার চুল ধরে টানছেন। তার গায়ে হাত তুলছেন। নেহাও কিন্তু চুপ করে নেই। তিনিও স্বামীকে একের পর এক মারতে শুরু করলেন।
কিন্তু নেহার অনুরাগীদের চিন্তিত হওয়ার কারণ নেই। ঘটনা আসলে অন্যকিছু। খুব শীঘ্রই নেহা ও রোহানপ্রীতের নতুন গানের অ্যালবাম রিলিজ পেতে যাচ্ছে। আর এই খুনসুটি ভরা মারপিট সেই ভিডিওর একটা অংশ।
বিজ্ঞাপন
এনএস