ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ত্রাণ দিতে গিয়ে মা'র খেলেন অভিনেতা রুদ্রনীল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মে ২০২১ , ০৭:০৫ পিএম


loading/img
রুদ্রনীল ঘোষ

কলকাতার ভবানীপুরে ঘূর্ণিঝড় 'ইয়াস'-এ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন বিজেপি নেতা ও টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। এতেই বাঁধে বিপত্তি। সেখানে মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এছাড়াও কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

রুদ্রনীল ঘোষ বলেন, ‘আমি কয়েকজনকে নিয়ে ত্রাণবিলির কাজ করছিলাম। প্রায় ৩০০ পরিবারকে ত্রাণ দেওয়ার পর ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবলু সিং দলবল নিয়ে আমার উপরে হামলা করে। আমাকে চড়-থাপ্পড় মারতে থাকে। আমার সঙ্গীদেরও মারধর করেছে। ত্রাণের গাড়িও আটকে রাখার চেষ্টা করে।’

এদিকে অভিযুক্ত বাবলু রুদ্রনীলের বক্তব্যকে মিথ্যা দাবি করে বলেছেন, ‘রুদ্রনীলকে শুধু প্রশ্ন করেছিলাম, ত্রাণবিলির প্রশাসনিক অনুমতি আছে কিনা? তাতেই উনি রেগে যান। একটু কথা কাটাকাটি হয়। এইটুকুই।’

তৃণমূলের প্রথমসারির আরেক নেতা বলেন, ‘উনি (রুদ্রনীল) তো অভিনেতা। ভোটে হেরে গিয়ে এখন অভিনয়ের আশ্রয় নিয়েছেন! শুধু শুধু কেন উনাকে চড় মারতে যাবে?’

বিজ্ঞাপন

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |