ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বোনের গানে মডেল বোন

বিনোদন ডেস্ক

সোমবার, ৩১ মে ২০২১ , ০৪:১১ পিএম


loading/img

তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী সাথী খান গান করছেন নিয়মিত। ফোক ঘরানার গানে মূল আগ্রহ হলেও স্বাচ্ছন্দ্য সব ধরনের গানেই। অন্যদিকে সামান্তা শিমু এ প্রজন্মের ব্যস্ত মডেল ও অভিনেত্রী। কাজ করেছেন দেশের বিখ্যাত অনেক শিল্পীর গানে। এই দুজন সম্পর্কে বোন। তারা দুজন কাজ করলেন একই গানে। সাথী খানের গাওয়া নতুন গান ‘বনমালী তুমি’ তে মডেল হয়েছেন সামান্তা শিমু ও চিত্রনায়ক আসিফ ইমরোজ।

বিজ্ঞাপন

দ্বীন শরতের বিখ্যাত গান ‘বনমালী তুমি’ এর মূল দুটি লাইন ঠিক রেখে মৌলিক আয়োজনে নতুন গানটির কথা লিখেছেন কাজী শাহিন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রবিন ইসলাম। গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন তরুণ কোরিওগ্রাফার রোহান বেলাল। গানটির ব্যয়বহুল মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রোহান বেলাল।

নতুন গান প্রসঙ্গে সাথী খান বলেন, ‘গানটি অনেক সময় নিয়ে করেছি। সুর ও সঙ্গীতায়োজন মিলিয়ে দারুণ হয়েছে। ভিডিওতে ডিএমএস ফ্ল্যাশ ডান্স কোম্পানির সবাই দারুন করেছে। আর মডেল হিসেবে সামান্তা শিমু আর আসিফ ইমরোজতো অসাধারণ। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |