বলিউডের তারকা কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদব। হঠাৎ কেন তিনি নিজের নাম পাল্টালেন? কিংবা নাম পাল্টে নতুন কী রাখলেন?
নিজের পঞ্চাশতম জন্মদিনে বাবা রাজপাল নৌরঙ্গ যাদবের স্মরণে এই অভিনেতা নিজের নাম রাখলেন রাজপাল নৌরঙ্গ যাদব।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজপাল যাদব বলেন, বাবাই আমার জীবনের অনুপ্রেরণা। তাই বাবার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে নিজের নামের সঙ্গে বাবার নাম জুড়ে দিয়েছি।
তিনি আরও বলেন, গত পঞ্চাশটা বছর নিজের নিয়মে চলেছি। জীবনের বাকি দিনগুলো বাবাকে উৎসর্গ করতে চাই।
প্রসঙ্গত, হিন্দি সিনেমার দর্শকদের কাছে পরিচিত মুখ রাজপাল যাদব। জনি লিভার পরবর্তী সময়ে বলিউডে কমেডিয়ান হিসেবে যদি তারকার পর্যায়ে কেউ উন্নীত হয়ে থাকেন, তাদের মধ্যে অন্যতম রাজপাল যাদব।
এনএস