ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সারাদেশে মে দিবস পালিত

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০১ মে ২০১৭ , ০৬:৩১ পিএম


loading/img

নানা আনুষ্ঠানিকতায় সারাদেশে পালিত হয়েছে মে দিবস। শ্রমিকদের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠায় লক্ষ্যে দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, ও পেশাজীবী শ্রমিক সংগঠন গুলো শোভাযাত্রা, আলোচনা সভা, রক্তদান কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 

বিজ্ঞাপন

শ্রমিক মালিক গড়ব দেশ/এগিয়ে যাবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় শহর রাজশাহীতে মহান মে দিবস পালিত হয়েছে শ্রম অধিদপ্তরের উদ্যোগে মহানগরীর ল্যাবরেটরি হাই স্কুলের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।

দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী শ্রমিক সংগঠন মহানগরীতে শোভাযাত্রা,আলোচনা সভা, রক্তদান কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

নূন্যতম মজুরী ১০ হাজার টাকা ও ট্রেড ইউনিয়ন করার অধিকারের  দাবীতে বরিশালে পালিত হয়েছে মহান মে দিবস। সোমবার সকাল সাড়ে নয়টা থেকে আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি ও কমিউনিস্ট পার্টি তাদের সহযোগী শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা সমাবেশ ও শোভাযাত্রা বের করেছে নগরীতে। 

রংপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে মে দিবস। দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়, এরপর শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান,আওয়ামী লীগ ও শ্রমিক নেতৃবৃন্দ এতে অংশ নেয়। 

ভোলায় জেলা প্রশাসন ও জেলা শ্রমিকলীগ আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। খুলনায় নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। 

বিজ্ঞাপন

মহান মে দিবস পালনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন সহ রাজনৈতিক দল গুলো নানা কর্মসূচি পালন করে। জেলা প্রশাসন ও শ্রমিক লীগ নগরীর চাষারা বিজয়স্তম্ভ চত্বর থেকে  সকাল ১০টায় এক যৌথ শোভাযাত্রা বের করা হয়। এতে লাল পতাকা, মাথায় লাল ফিতা বাঁধা শ্রমিকরা শ্রমের ন্যায্য অধিকারের শ্লোগান দেয়। শোভা যাত্রাটি নগরী প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পুনরায় চাষারা বিজয়স্তম্ভ চত্বরে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

ফরিদপুরে মহান মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলার শ্রমিকরা। সোমবার বেলা বারোটার দিকে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কয়েক হাজার শ্রমিকের একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা হলে গিয়ে শেষ হয়।

নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় স্থানীয় ঐতিহাসিক পিডিএসএ ময়দান থেকে বিশাল শোভাযাত্রা বের করে জাতীয় শ্রমিকলীগ। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা  আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এদিকে সিলেটে ,ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা,যশোর, কুমিল্লা, নেত্রকোনা, মাদারীপুর, দিনাজপুর, রংপুর ও কুষ্টিয়াতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত হয়েছে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |