ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সোনু-শানুর কপালে ভাঁজ, কাকে ছেড়ে কাকে রাখবেন?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ আগস্ট ২০২১ , ১১:৪৬ পিএম


loading/img
সোনু নিগম ও কুমার শানু

বেশ দ্বিধা-দ্বন্দ্বে পড়েছেন সঙ্গীতশিল্পী সোনু নিগম ও কুমার শানু। সিদ্ধান্ত নিতে পারছেন না কাকে ছেড়ে কাকে রাখবেন। কেননা প্রত্যেকেই সেরা, সবাই ভালো গাইছেন। ফলে এই দুই বিচারকের মাথা ব্যথাও বেড়েই চলেছে। কী করবেন গানের রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার ৩’র এই দুই বিচারক?

বিজ্ঞাপন

চ্যানেল কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশ, শো এগিয়ে নিয়ে যেতে কাউকে না কাউকে বাদ দিতেই হবে। অথচ কোন প্রতিযোগীকে বাদ দিতে পারছেন না তারা।

এই দুই বিচারকের ভাষ্য, শো'র বয়স যত বাড়ছে ততই জনপ্রিয়তাও বাড়ছে। ফলে বাংলার সেরা প্রতিভাবানেরা এই মঞ্চে আসার জন্য উন্মুখ। তাই এই লড়াই ক্রমশই কঠিনতর হচ্ছে। তাদের চাপ বাড়িয়ে দিয়েছেন প্রতিযোগীরা। তবে এতে তারা ভীষণ খুশি।

বিজ্ঞাপন

আনন্দবাজার সূত্রে জানা যায়, শুটিংয়ের ফাঁকে চপ, মুড়ি খাচ্ছেন সোনু নিগম। সঞ্চালক যীশু সেনগুপ্ত, আরেক বিচারক কৌশিকী চক্রবর্তী এবং কুমার শানুর সঙ্গে চুটিয়ে আড্ডাও দিচ্ছেন। এই সুযোগে বাংলা শিখে যাচ্ছেন সোনু।

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |