তালেবান কাবুল দখল করার পর প্রেসিডেন্ট আশরাফ গনি প্রেসিডেন্ট প্যালেস ছেড়ে পালিয়েছেন। কাবুলের বুকে এখন তালেবানদের উত্তপ্ত নিঃশ্বাস। তালেবানের ভয়ে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে প্রতিদিন শত শত মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে ‘বিগ বস ১৪’ প্রতিযোগী আরশি খানের দাবি, ‘আমার শিকড়ে রয়েছে আফগান রক্ত।’
এদিকে গেলো বছরের অক্টোবরে এক আফগান ক্রিকেটারের সঙ্গে বাগদান হয়েছিল আরশি খানের। পারিবারিক আয়োজনেই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তালেবানরা আফগানিস্তান দখল করার পর সেই সম্পর্ক ভেঙে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। যদিও ওই ক্রিকেটারের নাম প্রকাশ করেননি আরশি।
জানা যায়, জন্মসূত্রে আফগানি পাঠান এই অভিনেত্রী। পাত্র তার বাবারই বন্ধুর ছেলে। ছোটবেলা থেকেই একে অন্যকে চিনতেন তারা। তবে এবার পরিস্থিতি বদলাতে শুরু করেছে।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আরশি খান বলেন, বর্তমানে আফগানিস্তানের যা পরিস্থিতি, তাতে কোনো ভারতীয় পরিবারই তাদের মেয়েকে সেখানে পাঠাবে না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রলের মুখে পড়েছিলেন আরশি খান। তবে আফগানি হওয়ার জন্য নয়, কিছু লোকের ধারণা আরশি পাকিস্তানি। আর সে কারণেই তাকে নিয়ে এমন টানাহেচড়া।
এ প্রসঙ্গে আরশি খান বলেন, ‘আমার নাগরিকত্ব নিয়ে ট্রল হওয়ার ঘটনা নতুন নয়। এই নিয়ে তৃতীয়বার আমাকে লক্ষ্য করা হয়েছে। ওরা ভাবে, আমি পাকিস্তানি নাগরিক। এই একই কারণে কাজের জায়গাতেও অনেক কথা সহ্য করতে হয়েছে। আমি একটা কথা স্পষ্ট করে জানাতে চাই যে, আমি ভারতীয়। আমার কাছে ভারত সরকারের অনুমোদিত পরিচয়পত্র রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি একজন আফগানি পাঠান এবং আমার পরিবার ইউসুফ জাহির পাঠান গোষ্ঠীর অন্তর্গত। আমার দাদু আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন এবং উনি ভোপালের জেলার ছিলেন। আমার পরিবার যখন এদেশে চলে এসেছিল, তখন আমার বয়স ছিল মাত্র ৪। আমার শিকড় আফগানিস্তানে, তবে আমি ভারতীয় নাগরিক।'
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আরশি খান বলেন, ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। ওখানকার পরিস্থিতির কথা ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। বেশি চিন্তা হচ্ছে আফগান মহিলাদের নিয়ে। ছোটবেলায় এদেশে না চলে এলে আজ আমাকেও হয়তো তাদের মতো ভীত-সন্ত্রস্ত হয়ে থাকতে হতো।’
প্রসঙ্গত, নানা সময় বিতর্কের জন্ম দিয়েছেন আরশি খান। পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে জড়িয়ে তাকে নিয়ে নানা বিতর্কিত খবর প্রকাশ হয়েছে। খোলামেলা ছবি ও ভিডিও দিয়েও আলোচনায় থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী।
এনএস/পি