ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সালমান শাহকে নিয়ে যা বললেন শাবনূর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১ , ০৬:৩৮ পিএম


loading/img

বাংলা চলচ্চিত্রের সবচেয়ে স্টাইলিস্ট নায়ক ছিলেন সালমান শাহ। কাজের প্রতি শ্রদ্ধা ও পরিশ্রম তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। মৃত্যুর আগ পর্যন্ত তার সমসাময়িক ১১ জন নায়িকাদের বিপরীতে অভিনয় করেছেন সালমান। তবে ঢাকাই চলচ্চিত্রে সবচেয়ে সফল রোমান্টিক জুটি হিসেবে মনে করা হয় সালমান শাহ-শাবনূরকে।

বিজ্ঞাপন

আজ (৬ সেপ্টেম্বর) সালমান শাহের ২৫তম প্রয়াণ দিবস। তার স্মৃতিচারণ করে গণমাধ্যমকে শাবনূর বলেছেন, চলচ্চিত্রে জুটি হওয়ার পাশাপাশি যে মানুষটি ছিল বন্ধু, পরামর্শক, সমালোচক এবং ভালো কাজের অনুপ্রেরণাদাতা- সে একজনই, সালমান শাহ।

তিনি আরও বলেন, দুই যুগ পরও চলচ্চিত্র অঙ্গনে তার শূন্যতা পূরণ হয়নি। হয়তো কোনোদিন হবেও না। তার কারণ, সালমান তার সময়ের চেয়ে নিজেকে এক ধাপ এগিয়ে রাখার চেষ্টা করত। যে জন্য অভিনয়ে বারবার নিজেকে ভেঙে নতুন রূপে পর্দায় তুলে ধারার চেষ্টা করেছে। সে কারণেই সালমান চলে যাওয়ার ২৫ বছর পরও আজ প্রাসঙ্গিক।

বিজ্ঞাপন

সালমানের সর্বাধিক সিনেমার এই নায়িকা বলেন, আমার ভালো লাগা এখানেই, ক্যারিয়ারের প্রথম ভাগে সর্বাধিক ছবিতে তার সঙ্গে জুটি হওয়ার সুযোগ হয়েছে। একসঙ্গে ১৪টি ছবিতে জুটি হয়েছি আমরা। কিন্তু এই জুটি যে একদিন ভেঙে যাবে, তা স্বপ্নেও ভাবিনি। তবু সে চলে গেছে আমাদের ছেড়ে। তার শূন্যতা আমার মতো সিনেমাপ্রেমী অনেকের মনে তাই আজও আঁচড় কেটে যায়।

প্রসঙ্গত, সালমানের সঙ্গে জুটি গড়ার পরেই শাবনূরের ক্যারিয়ারে সুবাতাস বইতে থাকে। ১৯৯৪ সালে ‘তুমি আমার’ সিনেমায় প্রথম জুটি বাঁধেন তারা। এরপর একে একে ‘সুজন সাথী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভিতর আগুন’; এই ১৩টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সালমান-শাবনূর জুটি। সবগুলো ছবিই ছিলো সুপারহিট।

নির্মাতারা দারুণ আগ্রহী হয়ে উঠেন এই জুটিকে নিয়ে। আরও বেশ কিছু ছবিতে চুক্তিবদ্ধ করা হয় তাদের। সেগুলোর মধ্যে অন্যতম ‘নয়নমনি’, ‘তুমি শুধু তুমি’, ‘মন মানে না’, ‘অধিকার চাই’, ‘মধু মিলন’, ‘কে অপরাধী’, ‘শেষ ঠিকানা’ ইত্যাদি। তবে সালমানের হঠাৎ মৃত্যু সব কাজ থমকে দেয়। পরবর্তীতে সফল জুটি ভেঙ্গে যাওয়া এই ছবিগুলো রিয়াজ, ওমর সানী, অমিত হাসানদের সঙ্গে করেছেন শাবনূর।

বিজ্ঞাপন

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |