ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

লাল গালিচায় আলো ছড়ালেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ২০ মে ২০১৭ , ১২:৫৪ পিএম


loading/img

ঐশ্বরিয়া রায় বচ্চন। সাবেক বিশ্ব সুন্দরী তিনি। রূপের জাদুতে জয় করছেন কোটি মানুষের ভালোবাসা। বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী ১৬ বারের মতো কান ফেস্টিভালে যোগ দিয়েছেন। 

বিজ্ঞাপন

৪৩ বছর বয়সী চির সবুজ ঐশ্বরিয়া এবারের উৎসবেও লাল গালিচায় আলো ছড়ালেন। অ্যাশের আগমনে হাজারো ক্যামেরার আলো ঝলসে উঠে। মাইকেল সিনচোর ডিজাইন করা হালকা নীল রংয়ের গাউনে ঐশ্বরিয়া সম্মোহন এখনো কাটিয়ে উঠতে পারেনি কান। অনেকটা সিনড্রেলার মতোই দেখাচ্ছিল তাকে। 

তার পোশাক ডিজাইনার বলেন, ‌সিনড্রেলাই, অভাব শুধু একপাটি কাচের জুতো আর প্রিন্স চার্মিংয়ের।

বিজ্ঞাপন

নীল পোশাকটি শরীরে জড়ানোর আগে শুক্রবার আরো দু'টো গাউন পরেন ঐশ্বরিয়া। শুরুতে রঙিন ফুলের ছাপ জড়ানো সবুজ পোশাকে সেজেছিলেন তিনি। কানসৈকতে এসে আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়ে সূর্যস্নানও করে নিয়েছেন তিনি।

এবার ঐশ্বরিয়ার জন্য কান একটু স্পেশালই বলা চলে। কারণ হলো ২০০২ সালের ছবি 'দেবদাস' ১৫ বছর পর ফের উপস্থাপন করছেন তিনি। 

এর আগে সিনেমাটি মুক্তির সময় নায়ক শাহরুখ খান ও পরিচালক সঞ্জয়লীলা বানসালির সঙ্গে সাগরপাড়ের শহরটিতে এসেছিলেন অ্যাশ। এবারের উৎসবে অবশ্য ৫ বছরের মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে গেছেন এ নায়িকা।

বিজ্ঞাপন

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |