ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দীর্ঘযুগ পর জুটিবদ্ধ জাহিদ-সারা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১২:০৯ পিএম


loading/img

কিংবদন্তি অভিনয়শিল্পী সারা যাকের ও জাহিদ হাসান। গত ১৪ থেকে ১৫ বছর আগে অভিনয় করেছিলেন জুটিবদ্ধ হয়ে। তহবিল সংগ্রহের লক্ষ্যে অস্ট্রেলিয়ায় ১৯৯৭ সালে মঞ্চে একটি নাটকে অংশ নিয়েছিলেন তারা। নাম মনে করতে না পারলেও সেটিই ছিল তাদের দুজনের প্রথম ও শেষবারের মতো মঞ্চে অভিনয়। টেলিভিশনে হাতে গোনা ৫ থেকে ৬টি নাটকে অভিনয় করেছিলেন। এবার এই দুই বরেণ্য অভিনয়শিল্পীকে একটি চলচ্চিত্রে এক করলেন নির্মাতা পিপলু আর খান।

বিজ্ঞাপন

চলচ্চিত্রটিতে পৃথক তিনটি গল্প থাকবে। তার মধ্যে পিপলু আর খানের পরিচালনায় ‘কল্পনা’য় দেখা যাবে সারা যাকের ও জাহিদ হাসানকে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘এই মুর্হূতে’  নামক চলচ্চিত্রটি। চরকি প্রযোজিত এই চলচ্চিত্রের শুটিংয়ে এরই মধ্যে সারা যাকের দুই দিন ও জাহিদ হাসান তিন দিন অংশ নিয়েছেন।

সারা যাকের সর্বশেষ টেলিভিশনের জন্য শুটিং করেছেন, তা–ও এক দশকের বেশি। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ‘কল্পনা’ দিয়ে এবারই প্রথম ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কাজ করলেন সারা যাকের। টেলিভিশনে কাজ না করলেও মঞ্চের জন্য ঠিকই নিয়মিত কাজ করেছেন এই অভিনয়শিল্পী। অন্যদিকে জাহিদ হাসান এখন ওয়েব প্ল্যাটফর্মে ও সিনেমায় নিয়মিত অভিন করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

কেইউ/টিআই
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |