গত বছরের ২৪ সেপ্টেম্বর নিজবাসায় মৃত অবস্থায় পাওয়া যায় বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতকে। এরপর পরিবারের পক্ষ থেকে করা হয় হত্যা মামলা। যুক্ত হয় মাদককাণ্ড।
বাবা-মায়ের পক্ষ থেকে দাবি করা হয়, হত্যা করা হয়েছে তাদের সন্তান সুশান্তকে। পুলিশের সন্দেহের তীর গিয়ে পড়ে সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী বরাবর।
সুশান্তকে মাদক সরবরাহ করার অভিযোগে এক মাসের হাজতবাসও হয় তার। জব্দ করা হয় তার মোবাইল, ল্যাপটপ ও ব্যাংক অ্যাকাউন্টসহ অনেকে কিছু। রিয়া জামিন পেয়েছেন গত বছর অক্টোবর মাসে।
কিন্তু আটকে ছিল তার জিনিসগুলো। সম্প্রতি মাদক মামলা-সংক্রান্ত (এনডিপিএস) আদালতের অনুমতিতে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ফিরে পেলেন এ অভিনেত্রী।
অ্যাকাউন্ট ফেরত পাওয়ার আবেদনে রিয়া জানান, ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর মাসে তার অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি পেশায় একজন মডেল ও অভিনেত্রী। নিজের জীবনযাপনের ভার তার হাতে।
তা ছাড়া তার সংসারে এবং কর্মক্ষেত্রে যে মানুষরা কাজ করেন, তাদের বেতনের জন্য টাকা পয়সা তোলা ও জমানোর জন্য নিজের অ্যাকাউন্টগুলোর প্রয়োজন রয়েছে রিয়ার।
তবে এতে বাধ সেধেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। নানা রকম আপত্তি তোলে তারা। যদিও আদালতের রায় শেষমেশ রিয়ার পক্ষেই এলো।
কেইউ/টিআই