ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

রমজানের তাৎপর্য ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৮ মে ২০১৭ , ১১:৩২ এএম


loading/img

রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ধৈর্য এবং সংযমের মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে হবে।

বিজ্ঞাপন

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তারা বলেন, রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে হবে। এর মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখতে হবে।

বিজ্ঞাপন

অশেষ রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়।

সবার উচিত জীবনের সর্বস্তরে ধৈর্য ও সংযমের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করা। সকল প্রকার অকল্যাণ বর্জন করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করা। 

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি রমজান উপলক্ষে আন্তরিক মোবারকবাদ। আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমা লাভের মাস রমজান। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। 

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্যলাভের সুযোগ হয়।
পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

বিজ্ঞাপন

এইচটি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |