ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

হলি আর্টিজান হামলার চার্জশিট ১৬ জুলাই

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ৩১ মে ২০১৭ , ১২:০৮ পিএম


loading/img

হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার মামলার এ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

গেলো ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।সে সময় দুই পুলিশ সদস্য মারা যান। আর সে সময় পাঁচ জঙ্গি অভিযানে নিহত হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করে পুলিশ।

আর/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |