ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সাবেক ও বর্তমান প্রেমিকার সঙ্গে চুটিয়ে নাচলেন সালমান খান!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ জানুয়ারি ২০২২ , ১০:৩৬ এএম


loading/img

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। বহু নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও কাউকেই জীবনসঙ্গী করেননি ভাইজান। ‘একলা চলো রে’ নীতিতেই চলছেন এই সুপারস্টার। তবে প্রেমে বিচ্ছেদ হলেও সাবেক প্রেমিকাদের অনেকের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি। ফের একবার সেই প্রমাণ মিলল।

বিজ্ঞাপন

নতুন বছরের শুরুতে জমিয়ে পার্টি করলেন সালমান খান। অভিনেতার উদ্যাম নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পার্টি জমাতে খামতি রাখেননি ভাইজান। তারকাদের আগমনে সালমানের পানভেলের ফার্ম হাউসের পার্টি একেবারে জমে উঠেছিল।

সালমানের বর্ষবরণের পার্টিতে হাজির ছিলেন তার সাকেব ও বর্তমান প্রেমিকা। একসময় সালমানের সঙ্গে সংগীতা বিজলানির প্রেম ছিল তুমুল চর্চায়। কিন্তু প্রেম ভাঙার পরেও তিক্ততা বজায় রাখেননি তারা। আর তাইতো বর্ষবরণের পার্টিতে ভাইজানের সঙ্গে মেতে উঠতে দেখা গেছে সংগীতাকে।

বিজ্ঞাপন

অন্যদিকে সেই পার্টিতে উপস্থিত ছিলেন সালমানের বর্তমান প্রেমিকা ইউলিয়া ভান্তুর। ইউলিয়া-সালমানের প্রেমের বিষয়টি দুজনের কেউই সরাসরি স্বীকার না করলেও বলি পাড়ায় এই বিষয়টি সর্বজনবিদিত।

প্রাক্তন এবং বর্তমান প্রেমিকার সঙ্গে পার্টিতে উদ্যাম নাচ করতে দেখা গেছে সালমানকে। সেই পার্টির ছবিতে সয়লাপ নেটমাধ্যম। কালো টিশার্ট এবং সাদা জ্যাকেটে দেখা গেছে সালমানকে।

প্রসঙ্গত, সালমানের ৫৬তম জন্মদিনের কেক কাটার সময়েও পাশে ছিলেন সংগীতা এবং ইউলিয়া। নতুন বছরের প্রথম মুহূর্তেই ‘হ্যাপ্পি নিউ ইয়ার’ বলে চিৎকার করেছেন তারা।

বিজ্ঞাপন

সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এনএস/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |