ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল ‘নদীর জলে শাপলা ভাসে’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ জানুয়ারি ২০২২ , ১১:২৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা অভিনীত চলচ্চিত্র ‘নদীর জলে শাপলা ভাসে’। রোববার বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায়।

বিজ্ঞাপন

বিষয়টি রোববার (২৩ জানুয়ারি) নিশ্চিত করছেন সিনেমার পরিচালক মেহেদী হাসান।

সিনেমার গল্প নিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে দর্শক যে ধরণের গল্প পছন্দ করেন। ঠিক সেভাবেই দর্শকের কথা মাথায় রেখে এ সিনেমার গল্প। বলা চলে গ্রামীণ পটভূমি নিয়ে সিনেমার কাহিনি।

বিজ্ঞাপন

ছবিটির চিত্রনায়ক আনিসুর রহমান মিলন এ প্রসঙ্গে বলে, প্রথমেই ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সব সদস্যদের। সুন্দর একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। আশা করি মুক্তি পেলে দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখবেন।

চিত্রনায়িকা শিরিন শিলা সিনেমাটির গল্প নিয়ে বলেন,‘গ্রামের মাঝির বউ আমি। এ রকম গল্পের চরিত্রে এর আগে অভিনয় করিনি। তাই আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয় দর্শকের পছন্দ হবে।’

বিজ্ঞাপন

মেহেদী হাসান পরিচালিত এ সিনেমায় আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়াও আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকা রউফ, সব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ। খুব শিগগিরই এ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে একযোগে দেশের বিভিন্ন সিনেমা হলে।

বিজ্ঞাপন

কেইউ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |