ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। বুধবার (২ ফেব্রুয়ারি) সৈয়দ আজগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তিশার স্বামী ‘হাই ভোল্টেজ’ এজেন্সিতে কর্মরত আছেন।
এর আগে গত সোমবার (৩১ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় তাদের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। এদিন বেশ হাস্যজ্জল মুখে নাচতে নাচতে হলুদের মঞ্চে উঠতে দেখা গেছে তিশাকে।
বিয়ের বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করে তিশা আগেই জানান, 'তার (আজগর) সঙ্গে আমার পরিচয় হয় ২০২০ সালের ডিসেম্বর মাসে। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আমি আমার সম্পর্কে শুরুতেই তাকে সবকিছু জানাই। এরপর আমরা দুজনেই ভীষণ সিরিয়াস সম্পর্কে। পরিবারকে জানালে তারা সম্মতি দেন।’
এই অভিনেত্রী যোগ করেন, 'আজগরের ভাই দেশের বাইরে থাকেন, উনি চলতি মাসের শেষে দেশে আসবেন। তারপর আলোচনা করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’
গেল মাসের মাঝামাঝি সময়ে বাগদানের খবর জানান তাসনুভা তিশা। গত ১৫ জানুয়ারি এই অভিনেত্রীর বনশ্রীর বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।
এক নজরে দেখে নিন তাসনুভা নিশার বিয়ের কিছু মুহূর্ত-
এনএস