ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সেলিমের নতুন সিনেমায় তারা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ , ১১:২৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সব নির্মাতারই একটা স্বপ্ন থাকে। নিজের স্বপ্নের সিনেমা নির্মাণ করার। জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের তেমনই এক স্বপ্নের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। মৈমনসিংহ গীতিকা ‘কাজল রেখা’র পালা থেকে অনুপ্রাণিত হয়ে এই নামেই সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন তিনি।

বিজ্ঞাপন

এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। বিষয়টি পরিচালক নিজেই নিশ্চিত করেন গণমাধ্যমে।

এ প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘কাজল রেখায়’ ৫০০ বছর আগের গল্প দেখানো হবে। লোকেশনসহ পুরো আমেজই থাকবে সে সময়কার মতো। মৈমনসিংহ গীতিকায় কাজল রেখার যে পালা, সেখান থেকেই সিনেমার গল্প নেওয়া। সেসময় ৯ বছর বয়স হলেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। গল্পের প্রধান চরিত্র কাজল রেখার বয়স যখন ৯ হয়, তখন থেকেই এক নতুন গল্প তৈরি হয়। আর তাই দেখা যাবে সিনেমাটিতে।’

বিজ্ঞাপন

সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করবেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। এ বিষয়ে বুধবার (২ মার্চ) সিনেমাটি নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |