ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ভাইরাল কলরেকর্ডে পরীকে যে প্রস্তাব দিলেন মোশাররফ করিম (অডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ মার্চ ২০২২ , ১১:১৩ এএম


loading/img

সদ্য মুক্তি পাওয়া 'মুখোশ' সিনেমার অভিনব এক প্রচারণায় মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল একটি কল রেকর্ড। এর আগে সিনেমা প্রেমীরা এমন প্রচারণা দেখেনি। সেই রেকর্ডটিতে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও চিত্রনায়িকা পরীমণির কথপোকথন শুনতে পাওয়া যায়।

বিজ্ঞাপন

রোববার (৬ মার্চ) টাইগার মিডিয়ার ফেসবুক পেজে অডিওটি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা- ‘মোশাররফ করিম ও পরীমণির কল রেকর্ড ফাঁস!’ সেখানেই ফোনে কথা বলতে শোনা গেছে তাদের দুজনকে। ওই কল রেকর্ডটি ‘মুখোশ’ সিনেমার একটি দৃশ্যেও রয়েছে।

চলুন জেনে নেওয়া যাক এই দুই তারকার মধ্যে কী কথা হচ্ছে-

বিজ্ঞাপন

মোশাররফ করিম: হ্যাঁ, কেমন আছো?

পরীমণি: আপনি কল দিয়েছেন! আমি স্বপ্ন দেখছি না তো!

মোশাররফ করিম: না, আমি স্বপ্ন দেখছি। আমার স্বপ্নের আকাশে অনেক তারা। তারার আমার দরকার নেই, আমি চাঁদের অপেক্ষা করছি। শোনো তোমার জন্য একটা সুখবর আছে।

বিজ্ঞাপন

পরীমণি: বলুন...

বিজ্ঞাপন

মোশাররফ করিম: নতুন উপন্যাস বের হতে যাচ্ছে। নাম ‘মুখোশ’। ওই বইয়ে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।

পরীমণি: কী সারপ্রাইজ?

মোশাররফ করিম: সেটা তো এখন বলব না। তুমি কাল রাতে আমার বাংলোয় চলে আসো। তখন দেখাই। আর তোমাকে একটু পড়ি। মুশকিল কী জানো? আমি দিনের কোলাহলের মধ্যে পড়তে একদম পারি না, আমার রাত লাগে। রাতের নির্জনতা লাগে।

পরীমণি: অবশ্যই পড়বেন। উপন্যাসটার নাম ‘মুখোশ’ রাখার কারণ কী?

মোশাররফ করিম: বলব, যদি তুমি রাতে সময় দাও।

তাদের কথা শেষ হওয়ার পর অডিও ক্লিপটিতে নোবেলের কণ্ঠে সিনেমার টাইটেল সংটি শুনতে পাওয়া যায়।

প্রসঙ্গত, গেলো শুক্রবার (৪ মার্চ) দেশব্যাপী ৩৮টি হলে মুক্তি পেয়েছে ইফতেখার শুভ পরিচালিত ও ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘মুখোশ’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমণি, রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার 44’ উপন্যাস অবলম্বনে। এতে ‘মুখোশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিম কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। আরেকটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় এর সঙ্গীতায়োজন ইমন চৌধুরীর।

‘মুখোশ’র পরিবেশনার দায়িত্ব নিয়েছে ‘মিশন এক্সট্রিম’খ্যাত প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন। এছাড়া মিউজিক প্রকাশ পাচ্ছে টাইগার মিডিয়ার ব্যানারে। এর আগে ২১ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ উর্ধ্বমুখী হওয়ায় আটকে যায় ‘মুখোশ’।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |