ঢাকারোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সালমানের বিরুদ্ধে মরদেহ পুঁতে রাখার অভিযোগে যা বলল আদালত!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ এপ্রিল ২০২২ , ০৫:২৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানের নাম যেন মামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কখনো তার বিরুদ্ধে, আবার কখনো তিনি অন্য কারও বিরুদ্ধে মামলা করে খবরের শিরোনামে এসেছেন। এবার প্রতিবেশীর বিরুদ্ধে মানহানি মামলা করেছেন ভাইজান।

বিজ্ঞাপন

সালমানের অভিযোগ, প্রতিবেশী কেতন কক্কর এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেন। এ কারণে তিনি মামলা করেন তার বিরুদ্ধে।

কেতন দাবি করেছিলেন, সালমানের ফার্মহাউজে শিল্পীদের মরদেহ পুঁতে রাখা হয়। হিন্দি সিনেমার বেশ কয়েকজন শিল্পীর মরদেহ নাকি সেখানে মাটিচাপা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তখন ওই অভিযোগ ওঠার পর চারদিকে হইচই শুরু হয়ে গিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। এর প্রভাবে সালমান খান কেতনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। কিন্তু সেই মামলা খারিজ করে দিয়েছে মুম্বাই আদালত। এর ফলে এখন প্রশ্ন উঠছে, কেতনের অভিযোগ কি তাহলে সত্যি? এখন তাহলে সালমান খান কী পদক্ষেপ নিতে যাচ্ছেন। এমন নানান প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। তবে এ বিষয়ে এখনও সালমান খান কোনো কিছু বলেননি। দেখা যাক সামনে কি ঘটে।

প্রসঙ্গত, সালমান খানের এই ফার্মহাউজের পাশেই কেতন কক্করের জায়গা রয়েছে। তার অভিযোগ সেই জায়গা দখল করতে চাইছেন সালমান। এটা নিয়ে সালমানকে নোটিশও পাঠান কেতন। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে সালমানের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তোলেন। মরদেহ পুঁতে রাখা ছাড়াও ফার্মহাউজে শিশু পাচারের মতো অপরাধও হয় বলে দাবি করেন এই ব্যক্তি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |