ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সিয়ামের ছেলের ছবি ভাইরাল!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ , ১১:০২ এএম


loading/img

ছেলের বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। গত মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সিয়ামপত্নী অবন্তী।

বিজ্ঞাপন

এদিকে নবজাতকের মুখ দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা। তবে ছেলেকে বেশ আড়ালেই রেখেছেন নায়কের পরিবার। হয়তো কয়েক দিনের মধ্যেই দেখা যাবে সিয়ামের ছেলের এক ঝলক। আপাতত নবজাতকের 'পা' দেখালেন এই অভিনেতা।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে ছেলের পায়ের অংশের তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিয়াম। সেখানে দেখা যাচ্ছে, নিজের হাতের তালুতে ছেলের বাম পা উঁচু ধরে রেখেছেন তিনি।

বিজ্ঞাপন

ক্যাপশনে লিখেছেন, 'আমি এই পৃথিবীতে তোর থেকে সুন্দর কিছু দেখিনি।'

সিয়ামের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। ছবি প্রকাশের আধা ঘন্টার মধ্যেই ১৪ হাজারের বেশি নেটজনতা সেখানে রিয়্যাক্ট জানিয়েছেন। এ ছাড়াও কমেন্ট বক্সে প্রায় সাত শ মন্তব্য জমা পড়েছে। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নবজাতকের সুস্বাস্থ্য ও নেকহায়াত কামনা করেছেন। পাশাপাশি নব্য পিতাকে পুনরায় অভিনন্দন জানাচ্ছেন।

বিজ্ঞাপন

সিয়াম-অবন্তী দম্পতির প্রথম সন্তানের বয়স ৩ দিন হলেও এখনও নবজাতকের নাম জানা যায়নি। এ প্রসঙ্গে সিয়াম জানিয়েছিলেন, ‘এখন ছেলের নাম বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করিয়ে সন্তানের নাম জানাব।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন সিয়াম আহমেদ। হঠাৎ করেই তাদের বিয়ের সানাই বেজে ওঠে। ঠিক তেমনি গত বছরের ডিসেম্বরে স্ত্রী অবন্তীর পেটে চুম্বনরত ছবি অন্তর্জালে প্রকাশ করেন বাবা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন সিয়াম। এবার তারা দুই থেকে তিন হয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |