ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সুখবর দিলেন নায়িকা নিপুণ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ মে ২০২২ , ০৯:৩৩ এএম


loading/img

দেশীয় চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী নিপুণ আক্তার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে শোবিজপাড়ায় আলোচনায় রয়েছেন তিনি। সাধারণ সম্পাদকের পদ নিয়ে এখনও চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে তার আইনি লড়াই চলছে। এরইমধ্যে সুখবর দিলেন নায়িকা। নতুন সিনেমার শুটিং শুরু করেছেন নিপুণ।

বিজ্ঞাপন

জানা গেছে, ‘ভাগ্য’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন নিপুণ। এতে তার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক মুন্না। মাহবুবুর রহমানের পরিচালনায় রাজধানীর আফতাবনগরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। চলবে টানা ৩০ মে পর্যন্ত।

নিপুণ বলেন, ‘চমৎকার গল্পের একটি সিনেমা। আশা করি দর্শকরা হতাশ হবেন না।’

বিজ্ঞাপন

pjimage

সিনেমার গল্পে দেখা যাবে, বাবা-মা'কে হারিয়ে চাচার কাছে বড় হয় নিপুণ। কিন্তু চাচা তাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনও প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, আবার কখনও চোরাচালানি। আর তাই চাচার কাছ থেকে পালানোর সিদ্ধান্ত নেন নায়িকা। এরপরই গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগেও বড় পর্দায় জুটি বেঁধেছেন নিপুণ-মুন্না। উত্তম আকাশের পরিচালনায় ‘ধূসর কুয়াশা’ নামের একটি সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |