ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

তুরস্কে মাটির পাত্র বানিয়ে মেহজাবীনের পোস্ট ভাইরাল (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০১ জুন ২০২২ , ১১:৩৩ পিএম


loading/img

সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে সবাই আপডেট থাকতে চান। এই মাধ্যমে একজন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সবাই কম বেশি আছেন। পছন্দের তারকাদের বাস্তব জীবনে ভক্ত আছেন। তারা নিয়মিত আপডেট দেন ভক্তদের।

বিজ্ঞাপন

ঠিক তেমনি ভার্চ্যুয়াল জগতে রয়েছে ফ্যান-ফলোয়ার। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সম্প্রতি এই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন বাংলাদেশি তারকারাও। তাদের মধ্যে আছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

কিন্তু লাইট ক্যামেরা ও অ্যাকশেন এর বাইরেও মেহজাবীন ঘুরতেও ভালোবাসেন। আর তাইতো প্রায় সময় দেশ কিংবা বিদেশে ঘুরতে যান। এবার সফরে বের হয়েছেন। গত মাসের মাঝামাঝি তুরস্কের রাজধানী ইস্তাম্বুল গিয়েছিলেন মেহজাবীন।

ঘুরেছেন তুরস্কের বেশ কিছু স্থানে। গিয়েছিলেন সেখানকার মৃৎশিল্প কারখানায়। সেখানেই গিয়ে পুরাদস্তুর মৃৎশিল্পী হওয়ার চেষ্টা করেন তিনি। তৈরি করেন মাটির পাত্র। আর সেই ভিডিও ফেসবুকে ভক্তদের জন্য প্রকাশ করেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

তবে শুধু তুরস্কই নয়, যুক্তরাষ্ট্রসহ সম্প্রতি আরও কয়েকটি দেশ ঘুরছেন মেহজাবীন। বুধবার (১ জুন) নিজের ফেসবুকে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটাহাঁটির ছবি পোস্ট করেছেন তিনি। তার এই সফর শেষে কবে নাগাদ দেশে ফিরবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |