মুক্তিযুদ্ধ শুরুর আগে, চলার সময় এবং শেষ হওয়ার পর- এই তিন সময়কে পর্দায় তুলে ধরবেন চিত্রনায়িকা রোজিনা। তার পরিচালনায় ‘ফিরে দেখা’ সিনেমাটি ইতোমধ্যে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সেন্সর বোর্ডে বেশ প্রশংসিত হয়েছে নিরব-স্পর্শিয়া জুটির সিনেমাটি।
২০২০-২১ সালের সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে পারে। তবে কোনো কারণে সেটি সম্ভব না হলে নভেম্বর মাসে মুক্তি দেবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা।
রোজিনা বলেন, ‘গত মঙ্গলবার (৫ জুলাই) সেন্সর বোর্ডের সদস্যরা কোনো সমস্যা ছাড়াই ছাড়পত্র দেন। সেন্সর বোর্ডে সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। বুধবার (৬ জুলাই) সনদ হাতে পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘যেহেতু এটি অনুদানের সিনেমা, এ জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আগে ছবিটি দেখেছে। সেখানেও প্রশংসিত হয়েছে। সিনেমাটি সেপ্টেম্বরে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে, তবে পিছিয়ে গেলে নভেম্বরে।’
অন্যদিকে প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের সিনেমায় অভিনয় করে উচ্ছ্বসিত নায়ক নিরব। পর্দায় আমিন চরিত্রে রূপদান করেছেন তিনি। আনকাট সেন্সরের খবরে নায়ক গণমাধ্যমকে জানান, ‘মুক্তিযুদ্ধের সিনেমা হওয়ায় এই সিনেমার সঙ্গে আমার আবেগ জড়িয়ে আছে। ভালো একটা কাজ হয়েছে। সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী।’
পরিচালনার পাশাপাশি ‘ফিরে দেখা’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন রোজিনা নিজেই। একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ইলিয়াস কাঞ্চন, বড়দা মিঠু প্রমুখ।