ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

শখের সঙ্গে আলভীর ‘ফাটাফাটি প্রেম’

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ , ০১:১৫ পিএম


loading/img

দীর্ঘ বিরতি কাটিয়ে ফের কাজে নিয়মিত হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। আরটিভির ‘ফাটাফাটি প্রেম’ শিরোনামের নাটকে পর্দায় হাজির হবেন তিনি। এতে তার সঙ্গী হয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ জাহের আলভী।

বিজ্ঞাপন

জুয়েল এলিনের গল্পে ‘ফাটাফাটি প্রেম’ নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন।

নাটকের গল্পে দেখা যাবে, অরিনের বিয়ের দিন গায়ে কাফনের কাপড় জড়িয়ে রনি ফোন দিয়ে বলে তাকে (অরিন) না পেলে সে আত্মহত্যা করবে। অরিন বিরক্ত হয়ে রনিকে স্পষ্ট জানিয়ে দেয়, সত্যি সত্যিই মরে কনফার্ম হয়ে তারপর যেন ফোন দেয়।

বিজ্ঞাপন

Collage-Maker-28-Jul-2022-12-49-PM

এলাকার সন্ত্রাসী ভেন্ডি মিজানের সঙ্গে নিজেকে মারার জন্য এক লাখ টাকার চুক্তি করে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাসায় ফিরে মৃত্যুর জন্য সময় গুনতে থাকে রনি। অন্যদিকে রনির কল না পেয়ে চিন্তায় পড়ে অরিন। অতঃপর বিয়ের সাজেই রনির কাছে পালিয়ে আসে সে। দুজনে মিলে কাজী অফিসে গিয়ে বিয়ে করে বাসায় ফিরে বাসরের প্রস্তুতি নিতে গেলে রনির মোবাইলে হঠাৎ ভেন্ডি মিজানের কল আসে। অতঃপর রনি অরিনকে সব খুলে বলে।

অরিনের বুদ্ধিতে চুক্তি বাতিল করতে ভেন্ডি মিজানের আস্তানায় যায় রনি। সেখানে গিয়ে পুলিশের উপস্থিতি দেখে জানতে পারে রেড পড়েছে, মিজান পালিয়েছে। হাঁফ ছেড়ে বাঁচে সে।

বিজ্ঞাপন

হঠাৎ ভেন্ডি মিজান রনিকে ফোন করে জানায়, সে ইন্ডিয়া পালাচ্ছে। তারা পেশাদার, ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে কখনও বেঈমানি করে না। তাই সে তার কন্ট্রাক্ট আরেক সস্ত্রাসী বিলাই বাচ্চুকে দিয়ে গেছে। একথা শুনে অরিন আতঙ্কে চলে যেতে চায়। সে জানায়, বাসর রাতে বিধবা হতে পারবে না।

বিজ্ঞাপন

1

হঠাৎ বিলাই বাচ্চুর কল আসে। সে এখন রনির বাসার সামনে। আতঙ্কে পড়ে রনি-অরিন। পালাতে গিয়ে ধরা পড়ে বাচ্চুর কাছে। রনি বাচ্চুর কাছে প্রাণ ভিক্ষা চাইলে বাচ্চু বলে কন্ট্রাক শেষ না করে যাওয়ার নিয়ম তাদের আইনে নেই। তখনই অরিন বাচ্চুকে আড়ালে নিয়ে গিয়ে বলে, ভাইজান তাহলে আমাদের ডিভোর্সটা করিয়ে দেন। তা না হলে সারাজীবন আমাকে বিধবা হয়ে থাকতে হবে। অরিনের কথায় রনির মাথায় আকাশ ভেঙে পড়ে। এভাবেই গল্পের একাধিক পটপরিবর্তন ও চমক নিয়ে এগিয়ে গেছে নাটকটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |