ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

টাইগার-দিশার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নায়কের বাবা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ , ০৫:০০ পিএম


loading/img

বলিউডের হালের ক্রেজ দিশা পাটানি। অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে তার সম্পর্কের কথা বলি পাড়ার ওপেন সিক্রেট। বলা চলে, অন্যতম চর্চিত জুটি তারা।

বিজ্ঞাপন

মুম্বাইয়ের সংবাদ সংস্থা সূত্রের দাবি, ছয় বছরের সম্পর্কের ইতি টানছেন টাইগার-দিশা। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছেন। তবে টাইগার বা দিশা কেউই এ বিষয়ে কথা বলেননি।

Collage-Maker-28-Jul-2022-05-00-PM

টাইগারের বাবা জ্যাকি শ্রফ সংবাদমাধ্যমকে জানান, ‘ছেলের প্রেম কেমন চলছে, বাবা হিসেবে সেই খোঁজ রাখতে চাই না। তাদেরকে (টাইগার-দিশা) একসঙ্গে সময় কাটাতে দেখেছি। মনে হয়েছে, ওদের বন্ধুত্ব খুবই মজবুত। নিশ্চয়ই দু’জনের বন্ধুত্বটা থেকে যাবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ওদের প্রেম, ওদের জীবন। দু’জনে সম্পর্কে থাকবে কি না, তা পুরোপুরি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মধ্যে আমি কোনোভাবেই নাক গলাতে চাই না।’

বিজ্ঞাপন

টাইগারের বাড়িতে দিশার আনাগোনা ছিল, সে খবর সকলের জানা। তবে হঠাৎ কী কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা, এ বিষয়ে কেউই কোনো তথ্য দিতে পারেননি। বন্ধুদের সঙ্গেও বিচ্ছেদের বিষয়ে কোনো আলোচনা করেননি টাইগার। তবে এবারই প্রথম নয়, এর আগে ২০১৯ সালে এই জুটির বিচ্ছেদের গুজব ছড়িয়েছিল।

সূত্র: আনন্দবাজার

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |