ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মুকুটটা পড়ে আছে, রাজাই শুধু নেই : নিপুণ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২১ আগস্ট ২০২২ , ১২:৪৬ পিএম


loading/img

পাঁচ বছর আগে আজকের দিনেই (২১ আগস্ট) পৃথিবী ভ্রমণ শেষ করেন নায়করাজ রাজ্জাক। অভিনয় জগতে তিনি ছিলেন রাজার মতোই। নায়করাজ নেই, তবে দেশের মানুষের অন্তরে তার স্মৃতি অম্লান।

বিজ্ঞাপন

আজকের দিনটিতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভক্ত ও সিনেমা অঙ্গনের মানুষেরা। নায়করাজের প্রতি সম্মান জানিয়ে চিত্রনায়িকা নিপুণ তার সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পদক’ প্রাপ্ত বরেণ্য অভিনেতা, আমাদের পরম শ্রদ্ধেয় পিতৃপ্রতিম  অভিভাবক নায়করাজ রাজ্জাক আংকেলের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। হে কীর্তিমান কালপুরুষ ওপাড়ে ভালো থাকুন পরম প্রভুর চির শান্তির ছায়াতলে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অভিনয় দক্ষতা দিয়ে নানান বয়সী দর্শকের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নিয়েছেন নায়করাজ রাজ্জাক। সেলুলয়েডের ফিতায় বন্দি তার অসংখ্য অমর চরিত্র আজও দর্শকদের স্মৃতিকাতর করে। তার মতো কিংবদন্তি নায়ক আর হয়তো আসবে না। তার মতো এমন অভিভাবক আর হয়তো পাবে না ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |