ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

প্রশংসায় ভাসছে ‘হেডফোন’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ , ০৫:২৯ এএম


loading/img

অনেক নাটককে পেছনে ফেলে বাংলাদেশ ইউটিউব ট্রেন্ডিংয়ে প্রথম স্থান করে নিয়েছে এই সময়ের তরুণ নাট্য নির্মাতা সাইফুল হাফিজ খানের নাটক ‘হেডফোন’। এই সাফল্যের গল্প জানালেন নির্মাতা নিজেই।

বিজ্ঞাপন

‘হেডফোন’ ইউটিউব চ্যানেলে প্রচার হওয়ার পর নাটকপাড়া এবং দর্শক মহলে ব্যাপক আলোড়ন তোলে। নাটকটি মাত্র চার দিনেই দেখেছে প্রায় দেড় মিলিয়নেরও বেশি মানুষ। 

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, এর আগে একই জুটিকে নিয়ে ‘লাভ টর্চার’ নামে একটি নাটক নির্মাণ করেছিলাম। সেটিও সাড়া জাগিয়েছিল। এই গল্পটি নিয়ে আশাবাদী ছিলাম। তবে এত দ্রুত এমন সাড়া পাব ভাবিনি। আমাদের দেশে নাটক বানাতে গেলে অনেক প্রতিবন্ধকতা দেখা যায়। নানা রকম বাধার কারণে সঠিক গল্প সঠিকভাবে উপস্থাপন করতে বেগ পেতে হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে প্রযোজক। বেশির ভাগ প্রযোজক সবকিছু নিজে করতে চান। পরিচালক, রাইটার বা শিল্পীদের কাজে অযাচিত হস্তক্ষেপ করেন। তাদের এই মানসিকতা ত্যাগ করা উচিত। পরে সমস্যা হচ্ছে চ্যানেল। তারা তো এখন নাটকের কাহিনি কিংবা শিল্পী দেখেন না। তারা দেখেন কার সঙ্গে ভালো সম্পর্ক। কথাটা খারাপ লাগতে পারে। তবে এটাই সত্য।

ফেরারি ফরহাদের রচনায় নাটকটি প্রকাশিত হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। আরশ খান, তানিয়া বৃষ্টির নতুন জুটির সঙ্গে তাল মিলিয়ে নাটকটিতে আরও অভিনয় করেছেন জয়নাল জ্যাক, আনোয়ার শাহী, জান্নাত, রিয়াজ রাজসহ অনেকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |