রোববার (৬ নভেম্বর) দর্শকপ্রিয় অভিনেতা আলী যাকের ও তার ছেলে ইরেশ যাকেরের জন্মদিন।
১৯৪৪ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আলী যাকের। এই অভিনেতা প্রয়াত হন ২০২০ সালের ২৭ নভেম্বর। বেঁচে থাকলে আজ ৭৮তম জন্মদিন পালন করতেন এই গুণীজন।
জন্মদিন উপলক্ষে ইরেশ যাকের ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে বাবা আলী যাকেরকে নিয়ে শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২ টায় একটি আবেগভরা পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, শুভ জন্মদিন বাবা। আজকে বাংলাদেশের খেলা। এক সাথে দেখতে পারলে দিনটা ভাল কাটত।
নাট্যব্যক্তিত্ব আলী যাকের মঞ্চে নূরুলদীনের সারাজীবন, দেওয়ান গাজীর কিসসা, কপোনিকের ক্যাপ্টেনসহ অনেকগুলো নাটকে অভিনয় ও নির্দেশনা দিয়েছেন। এছাড়া টিভির পর্দায় আজ রবিবার, বহুব্রীহিসহ বেশ কিছু নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
তিনি বাংলাদেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের স্বত্বাধিকারী ছিলেন। নাট্যব্যক্তিত্ব সারা যাকের তার সহধর্মিণী। আলী যাকের ও সারা যাকের দম্পতির ছেলে ইরেশ যাকের ও মেয়ে শ্রিয়া সর্বজয়া অভিনয়ের সঙ্গে যুক্ত।
অন্যদিকে, ইরেশ যাকের জন্মগ্রহণ করেন ১৯৭৬ সালের ৬ নভেম্বর। টিভি নাটকে তিনিও তার স্বকীয়তা তুলে ধরেছেন। শুধু টিভি পর্দাতেই নয়, তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও।বাবা আলী যাকেরের অবর্তমানে ছেলে ইরেশ যাকের এশিয়াটিকের দায়িত্বভার সামলাচ্ছেন।