বলিউডে বর্তমান সময়ের অন্যতম সফল এবং মেধাবী অভিনেতা রাজকুমার রাও। ২০১০ সালে ‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেতা। এরপর একে একে উপহার দিয়েছেন ‘আলীগড়’, ‘নিউটন’, ‘বেরেইলি কি বারফি’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘কাই পো চে’, ‘স্ত্রী’, ‘শহিদ’র মতো সিনেমা।
তবে বলিউডে নিজের জায়গা তৈরির পথটা খুব একটা সহজ ছিল না তার। অনেক কাঠখড় পুড়িয়ে তাকে আজকের জায়গায় আসতে হয়েছে। এমনকি নিজের চেহারার জন্য মুখ্য চরিত্র থেকে বাদও পড়েছেন তিনি।
ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে আগামী ১১ নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার অভিনীত ছবি ‘মনিকা, ও মাই ডার্লিং’। আর এই সিনেমার প্রচারে গিয়ে তিনি জানান, একটা সময় ছিল মুখ্য চরিত্রে কাজ করার সুযোগ পেতাম না। আমাকে হিরোর চরিত্রে অডিশন দেওয়ার সুযোগই দেওয়া হতো না। বলা হতো হিরোর বন্ধু বা কোনো পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য।
আমি জানি, আমি দেখতে সুদর্শন নই। কিন্তু দিবাকর ব্যানার্জি কি যেন দেখেছিল আমার মধ্যে।
তিনি আরও বলেন, তিনি বহুবার বাদ পড়েছেন। মুখোমুখি হয়েছেন তিক্ত অভিজ্ঞতার। তাকে এটাও শুনতে হয়েছে যে,
একজন হিরোর যতটুকু হাইট থাকা প্রয়োজন তার সেটা নেই। এমনকি তার চেহেরার গঠন এবং আইব্রোর জন্যও তাকে বাদ দেওয়া হয়েছে মুখ্য চরিত্র থেকে।
উল্লেখ্য, রাজকুমার অভিনীত ‘মনিকা, ও মাই ডার্লিং’ একটি ডার্ক কমেডি ঘরানার ছবি। এতে রাজকুমার রাওয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন হুমা কুরেশি এবং রাধিকা। ছবিটি প্রযোজনা করেছেন সঞ্জয় রাউতরে ও সরিতা পাটিল।