ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

ব্যাটম্যান খ্যাত অভিনেতা কেভিন কনরয় মারা গেছেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১২ নভেম্বর ২০২২ , ০৪:৩৭ এএম


loading/img

ব্যাটম্যান খ্যাত কিংবদন্তি অভিনেতা কেভিন কনরয় মারা গেছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ৬৬ বছর বয়সে তিনি মারা যান। পিটার মেহিউ ফাউন্ডেশন টুইটারে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

 ১৯৯২ সালে ব্যাটম্যানের চরিত্রে কেভিন কনরয়ের অভিনয় শুরু। ‘ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড সি‌রি‌জে তার কণ্ঠে ব্রুস ওডেন দারুণ জন‌প্রিয় হ‌য়ে উঠেন। তারপর কেভিন ১৫টি চলচ্চিত্র এবং ৪০০টিরও বেশি টেলিভিশন পর্বে ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেছেন। ব্যাটম্যানকে নিয়ে তৈরি হওয়া একাধিক ভিডিও গেমে কেভিনের কণ্ঠস্বর ছিল যা কয়েক প্রজন্মের কাছে জনপ্রিয় ছিল।

কেভিন ১৯৫৫ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন, বেড়ে ওঠেছেন কানেটিকাটে। ১৯৮০ নাগাদ অভিনয়ে নিয়মিত কেভিন ‘ডায়নাস্টি’, ‘ট্যুর অফ ডিউটি’, ‘ওহারা’-র মতো একাধিক টিভি সিরিজে সাফল্যের সঙ্গে কাজ করেছেন।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |