ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

অপেশাদারিত্বের জন্য বাদ পড়লেন দিশা পাটানি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৬ নভেম্বর ২০২২ , ০১:২২ পিএম


loading/img
দিশা পাটানি

বলিউডের বর্তমান প্রজন্মের অভিনেত্রী দিশা পাটানি। তবে অভিনয়ের চেয়ে অন্যান্য বিষয় নিয়ে প্রায় সময়ই আলোচনায় থাকেন এ অভিনেত্রী। এমনকি তার প্রেম নিয়েও নানান গুঞ্জন উঠে বলিপাড়ায়। তবে এবার অন্য কারণে ফের আলোচনায় এসেছেন তিনি। 

বিজ্ঞাপন

সম্প্রতি অভিনেত্রী দিশার ওপরে ব্যাপক ক্ষেপেছেন প্রযোজক একতা কাপুর। কারণ, তার অপেশাদার আচরণ। এমনকি তার আগামী সিনেমা থেকেও বাদ দিয়েছেন দিশাকে। 

জানা গেছে, একতা কাপুর ২০১৯ সালে ‘কেটিনা’ সিনেমা নির্মাণের ঘোষণা দিলেও করোনার জন্য সেই ছবির কাজ বন্ধ ছিল। ছবিটি নির্মাণ করছেন অসীমা ছিব্বর। আর এই ছবির নাম ভূমিকায় অভিনয়ের জন্য দিশা পাটানিকে বেছে নিয়েছিলেন তিনি। করোনায় লকডাউনের আগে প্রযোজনা সংস্থার সঙ্গে এই বিষয়ে অনেকবার মিটিংও করেছিলেন এই অভিনেত্রী।  

বিজ্ঞাপন

কিন্তু সিনেমার শুটিং শুরু হওয়ার পরই নানান ঝামেলা শুরু করেছেন দিশা। ইতোমধ্যে একতার প্রযোজনা সংস্থা বালাজি মোশন পিকচার্সের সঙ্গে ব্যাপক বাক-বিতণ্ডও হয়েছে এ নায়িকার। তাই দিশার এমন অপেশাদার আচরণে ব্যাপক চটেছেন তিনি। ফলে গুঞ্জন উঠেছে, কোনোভাবেই আর দিশার সঙ্গে কাজ করবেন না তিনি। কারণ, প্রযোজকের বাস্তবিক জীবনের ঘটনা থেকেই নির্মাণ করা হচ্ছে ‘কেটিনা’। তাই সিনেমাটি নিয়ে একটু বেশি আবেগপ্রবণ একতা। 

সে কারণে এ সিনেমা নিয়ে কোনো সমঝোতাই করতে তিনি রাজি নন এই প্রযোজক। তাই দিশার আচরণে প্রচণ্ড বিরক্ত হয়ে সিনেমা থেকে তাকে বাদ দিয়েছেন একতা। এদিকে শোনা যাচ্ছে, দিশার পরিবর্তে অন্য দুই অভিনেত্রী—শ্রদ্ধা কাপুর ও তারা সুতারিয়া সঙ্গে কথা বলছেন তিনি। তবে এখনও চূড়ান্ত হয়নি, কে অভিনয় করবেন এ সিনেমায়।  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |