ঢাকাThursday, 29 May 2025, 15 Jyoishţho 1432

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারাও

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ , ০৫:১২ পিএম


loading/img

ফাইনালে নাটকীয় পেনাল্টিতে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মেসি জিতেছেন গোল্ডেন বল।

বিজ্ঞাপন

অন্যদিকে সব কাঁপন উড়িয়ে দিয়ে ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক ফাইনাল ম্যাচটি আর্জেন্টিনা জিতে যাওয়ায় সারা বিশ্বেই এই জয়ের জোয়ার বইছে। আর তাইতো বাংলাদেশি তারকারাও মেতেছেন এই জয়ের আনন্দে। প্রিয় দলের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান দিলেন তাদের নিজেদেরে আনন্দের কথা।

শাকিব খান : এটা নিশ্চিত একটি উত্তেজনাপূর্ণ খেলা ছিল! আর্জেন্টিনাকে অভিনন্দন।

বিজ্ঞাপন

চঞ্চল চৌধুরী : বোঝো নাই ব্যাপারটা? অভিনন্দন আর্জেন্টিনা। অন্য একটি পোস্টে তিনি আরও লেখেন, ‘আজ রাতে অনেকেরই ঘুম হবে না, কারো আনন্দে, কারো কষ্টে। ঘটনা সত্য!’

বিদ্যা সিনহা মিম : তিনি ব্রাজিলের সমর্থক। তবুও আর্জেন্টিনার জয়ে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা।’

মাহিয়া মাহি :  ফেসবুক লাইভে এসে মেসির এই জয় উদযাপন করেন। পুরো খেলাটাই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে মিলে দেখেন।

বিজ্ঞাপন
Advertisement

পূজা চেরি : মেসির ছবি পোষ্ট করে লেখেন, ‘প্রাউড।’

মেহজাবীন চৌধুরী : তিনি লেখেন, ‘কাপটা ঘরে নিয়ে যাও মেসি।’ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার চিহ্ন।

এছাড়া আরও অনেক তারকাই আর্জেন্টিার এই জয়ে নিজেদের আনন্দের কথা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |