বলিপাড়ায় সম্পর্ক ভাঙা-গড়া নতুন কিছু নয়। আজ কারও সম্পর্ক ভাঙছে তো কাল নতুন সম্পর্কে জড়িয়ে পড়ছে তারকারা। সম্প্রতি শোনা যাচ্ছে অমিতাভের নাতি অগস্ত্যর সঙ্গে সুহানার নতুন সম্পর্কের ডালপালা মেলছে!
বড়দিন উপলক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন করে কাপুর পরিবার। প্রতি বছরের মতো এবারও তারকাদের আসর বসে কাপুর পরিবারের নিমন্ত্রণে। ওই মধ্যাহ্নভোজে দুই সন্তান নভ্যা নভেলি নন্দা এবং অগস্ত্য নন্দা নিয়ে হাজির হয়েছিলেন শ্বেতা বচ্চন। তারা যে আসবেন সেটা আগে থেকেই সবার জানা।
তবে শ্বেতার গাড়ি থেকে নামতে দেখা গেল বলিউড বাদশাহর কন্যা সুহানা খানকে। এতে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন অনেকেই। তবে কী নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে সুহানা-অগস্ত্য?
এ ব্যাপারে এখন পর্যন্ত মুখ খোলেননি কেউ। সম্পর্কটা কি শুধু সহ-অভিনয়েই সীমাবদ্ধ থাকবে নাকি সামনে এগিয়ে যাবে, সেটা জানতে অপেক্ষা করতে হবে ভক্ত-অনুরাগীদের।
কাপুর পরিবারের নিমন্ত্রণে সেখানে হাজির হয়েছিলেন রণধীর কাপুর, আলিয়া ভাট, নীতু কাপুর, রণবীর কাপুর, কারিশমা কাপুরসহ অনেকেই। শুধু সেই মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন না কারিনা। তবে কাপুর পরিবারের আয়োজনে নতুন সদস্য হিসেবে দেখা মিলল শাহরুখকন্যা সুহানার।